
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মহিলালীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
আজ ২৮ ফেব্রুয়ারী বুধবার উপজেলা আওয়ামী মহিলালীগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর র্র্যালীটি নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শেষে পলাশবাড়ী এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে বিভিন্ন সময়ে নিহত দলীয় নেত্রীদের স্মরণে নিরবতা পালন শেষে উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি শ্যামলী আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক উম্মে হানি, সহ সভাপতি হালিমা বেগম,যুগ্ন সাধারণ সম্পাদক মনিরা আকতার মনি,উপজেলার ইউনিয়ন সভাপতি পিয়ারা আকতার, জাহানারা,মেঘলা শিরিন,শাহিনুর আক্তার,আনোয়ারা আকতার,আছমা বেগম,স্মীত আরা,মুন্নী বেগম,ইউনিয়নের সাধারণ সম্পাদকগণ রহিমা বেগম,মাছুমা আকতার,মাজেদা আকতার,চন্দনা রানী,শামিমা আকতার স্বপ্না প্রমুখ।
উল্লেখ, ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার দলীয় নেত্রীগণের অংশ গ্রহনে বিশাল একটি বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভার আয়োজন করে যথাযথ মর্যাদায় উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।