
‘নির্বাচন থেকে সরে যেতেই ছলচাতুরি করছে বিএনপি, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে আওয়ামী লীগের কোন কর্মসূচী নেই’ বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২ফেব্রুয়ারী) সকালে রাজধানীর শনির আখড়ায় ফুট ওভার ব্রিজের উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর পর বিএনপির বৈঠকের বিষয়টি কড়া সমালোচনা করে তিনি বলেন, এক বছর দশ মাস ধরে তাদের কোন মিটিং হয় না। এটা নাকি গণতান্ত্রিক দল।
প্রতি দুই মাসে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা করা বাধ্যতামূলক বলে জানান তিনি।
খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোন কর্মসূচি দেবে না উল্লেখ করে কাদের বলেন, কোন কর্মসূচি দিয়ে মানুষের উদ্বেগ ও উৎকন্ঠাকে বাড়াতে চাই না। এটা আদালতে রায়। আদালতের রায়ের উপর কোন কর্মসূচি হয় না। আওয়ামী লীগের রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। তবে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণই সমুচিত জবাব দিবে।
তিনি বলেন, বিএনপি অভিযোগ করেছে পুলিশ নাকি গ্রেফতারের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমি পুলিশ কমিশনারকে বলে দিয়েছি গণগ্রেফতার যেন না হয়। যারা প্রকৃত অপরাধী তাদেরকেই যেন গ্রেফতার করা হয়।
‘বিএনপির আলামত ভালো না’
আদালত থেকে ফেরা খালেদা জিয়ার বহর থেকে পুলিশের উপর হামলার ঘটনায় ফের বিএনপির নাশকতার আন্দোলনের আভাস পাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির আলামত কিন্তু ভালো না,আপনারা দেখেছেন, আদালতের কাছাকাছি কী আলামত? আক্রমণ কে করল? আক্রমণ করল কার উপর? পুলিশের প্রিজন ভ্যান ভেঙে ফেলল জঙ্গি স্টাইলে।’
মঙ্গলবারের ঘটনা নিয়ে বুধবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেছেন, ‘আবারও চক্রান্ত বাতাসে উড়ছে, আবারও ষড়যন্ত্র, পেট্রোল বোমার গন্ধ পাচ্ছি’।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশের উপর হামলার ঘটনায় দলের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেছেন, হামলাকারীরা ‘অনুপ্রবেশকারী’, কারণ তারাও এদের চিনতে পারছেন না।
ওবায়দুল কাদের বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতির সব সীমা অতিক্রম করে গতকাল তারা জঙ্গি স্টাইলে পুলিশের উপর হামলা চালিয়েছে। এই স্টাইলটা কি গণতান্ত্রিক? এরা নাকি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে!’
আরেকটি নির্বাচন ঘনিয়ে আসায় বিএনপি আবার ষড়যন্ত্রে নেমেছে বলে দাবি করেন তিনি।
বিএনপি আবার ক্ষমতায় এলে দেশে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হবে বলে দেশবাসীকে সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘এতদিন তাদের নালিশ ছিল সরকারের বিরুদ্ধে, আদালতের রায় নিয়ে গতকাল তারা বিদেশিদের কাছে নালিশ দিয়েছে। দেশের আদালতের দূর্নীতির মামলার বিচার আদালত করবে তথ্য প্রমাণের ভিত্তিতে। বিদেশিরা কি আমাদের আদালতকে প্রভাবিত করবে?’
এর মধ্য দিয়ে বিএনপির রাজনীতির দেওলিয়াপনা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন কাদের।
নিজ দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো উস্কানি দেব না, কিন্তু আক্রমণ হলে সমুচিৎ জবাব দেব। সেজন্য প্রস্তুত হন।’
তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, ‘আমি আবারও বলছি, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে এর সমুচিৎ জবাব দিয়ে দেওয়া হবে।’
গুলিস্তানে কাজী বশির মিলনায়নতে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন কাদের।
এতে সভাপতিত্ব করেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনিও বলেন,‘খালেদা জিয়া এবং জামায়াত এবার যদি ২০১৪ সালের মতো আগুন সন্ত্র্রাস করে তাহলে আমরাও ছাড় দেব না।’