
নারায়নগঞ্জ জেলার সোনাগাঁওয়ে লরির সাথে বাসের সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৮ জনের নিহতের খবর জানা গেছে। আহত হয়েছেন আরো ২৫ জন। এ ঘটনায় আরো কয়েকজনের মৃত্যর আশঙ্কা রয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন নারী, দুজন শিশু ও দুজন পুরুষ রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানিয়েছেন, ইয়াছিন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। মহাসড়কের সোনারগাঁর ত্রিবর্দী এলাকার মধুমতি ফিলিং স্টেশনের পাশে একটি লরি দাঁড়ানো ছিল। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে বাসটি দুমড়েমুচড়ে সড়ক বিভাজকের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান পাঁচজন এবং স্থানীয় হাসপাতালে আরো দুজন মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সংবাদ মাধ্যম কে জানান, এ দুর্ঘটনার পর মোট ১৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে নারী শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। চারজনকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হলেও চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেন এসআই বাচ্চু মিয়া। তাঁরা হলেন শুভ সাহা (১৭) ও ইয়াসিন (৪০)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় একটি ছেলেশিশু (৬) এবং অজ্ঞাতপরিচয় একজন পুরুষও (৬০) নিহত হয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া আরো জানান, ঢাকা মেডিকেলে মোট ১৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের বেশিরভাগের অবস্থাই গুরুতর।