1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার

দঃ আফ্রিকার ক্ষমতাসীন এএনসি প্রেসিডেন্ট জুমার পদত্যাগ চায়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

বিরোধীদল ও বিক্ষোভকারীদের দাবির পরও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানানোর পর নিজ দল দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এএনসি মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের আহ্বান জানাবে। আজই দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে আনুষ্ঠানিকভাবে বলবেন এএনসি নেতারা।

জুমার সঙ্গে দলের জৈষ্ঠ্য নেতাদের ম্যারাথন আলোচনা চালিয়ে যাওয়ার পর আজ এক বিবৃতিতে এএনসি বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এএনসির আহ্বানের পরও জুমা ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানালে, সংসদে তার ওপর আস্থা ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এএনসি। শুধু তাই নয়, ওই আস্থা ভোটে জুমা হেরে যাবেন বলেও ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে এএনসির নির্বাহী কমিটির বৈঠক হয়েছে। বৈঠক চলাকালে দেশটির উপ-রাষ্ট্রপতি রামাফোসা প্রেসিডেন্ট জুমার আবাসিক ভবনের যাওয়ার জন্য বৈঠক ত্যাগ করেন। এ সময় তিনি বলেন, যদি জুমা পদত্যাগ না করেন, তবে তাকে আবার আহ্বান জানানো হবে। পরে অবশ্য রামাফোসা বৈঠকে যোগ দেন।

দুর্নীতির নানা অভিযোগ প্রেসিডেন্ট হিসেবে জ্যাকবের সব অর্জনকে ম্লান করে দিয়েছে, যদিও তিনি বরাবরই এসব অভিযোগ তীব্রভাবে অস্বীকারে করে আসছেন। এর আগে ২০১৬ সালে ব্যক্তিগত বাড়ির ওপর সরকারি অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দেশটির উচ্চ আদালত প্রেসিডেন্ট জ্যাকবের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে রুল জারি করেছিলেন।

এ ছাড়া গত বছর দেশটির সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রতারণা, কালোবাজারি, মানি লন্ডারিং, অস্ত্র চুক্তিসহ ১৮টি দুর্নীতির অভিযোগে জ্যাকবের বিরুদ্ধে রুল জারি করা করে।

সম্প্রতি ভারতীয় বংশোদ্ভুত ধণাঢ্য গুপ্তা পরিবারের সঙ্গেও যোগসূত্র পাওয়া যায় প্রেসিডেন্ট জ্যাকবের। ওই পরিবারের বিরুদ্ধে সরকারকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। এটাও জ্যাকবের জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম একটি কারণ বলে মনে করা হচ্ছে। যদিও জুমা ও গুপ্তা পরিবার অভিযোগ অস্বীকার করেছেন।

২০০৯ সাল থেকে জ্যাকব জুমা দেশটিতে ক্ষমতায় রয়েছেন। তবে ক্ষমতা গ্রহণের পরই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। এএনসি আজ প্রাতিষ্ঠানিকভাবে তাদের পরিকল্পনা প্রকাশ করেছে। তবে সাইরিল রামফোসা এএনসির সর্বোচ্চ পদে বসার পর জ্যাকব জুমাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। এদিকে গতকাল এএনসির বৈঠকের পর জাতীয় নির্বাহী কমিটির প্রধান রামফোসা প্রেসিডেন্ট জ্যাকব জুমার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি প্রেসিডেন্টকে বলেন, যদি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে আপনি অস্বীকৃতি জানান, তাহলে আপনাকে এএনসির বৈঠকে ডাকা হবে।

এদিকে আগামী ২২ ফেব্রুয়ারি সংসদে তার বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে অনাস্থা ভোট অনুষ্ঠিত হলে দল ও তার নিজের জন্য সেটি মারাত্মক অপমানজনক বলে মত দেন এএনসির নেতারা। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সরে দাঁড়ানোর ঘটনাকে জেক্সিট হিসেবে আখ্যা দিয়েছে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft