
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সমুদ্র এলাকা থেকে তিন লক্ষ পিস ইয়াবাসহ মায়ানমারের ছয় নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার দুপুরে তাদের আটক হওয়ার বিষয়টি জানা যায়। মায়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্রে আগে থেকে উৎপেঁতে ছিল কোস্টগার্ড। ইয়াবার চালান নিয়ে ফিশিং বোটটি মায়ানমার থেকে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করলে ধরে ফেলে কোস্টগার্ড সদস্যরা।
এসময় বোটে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ টি সামুরাই ক্রিজ সহ মিয়ানমারের ৬ জন রাখাইন নাগরিককে আটক করা হয়।