
গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ১৪ ফেব্রুয়ারী বুধবার বিকাল আনুমানিক ৫ টা ৩০ মিনিটের সময় জেলার পলাশবাড়ী থানাধীন ৬ নং বেতকাপা ইউনিয়নের হাসনের পাড়া এলাকা হইতে মাদক ব্যবসায়ী রেজাউল করিম রিজু (৩৫) কে ইয়াবা বিক্রয় করা কালীন সময় ২২০( দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ইয়াবাসহ আটককৃত ইয়াবা ব্যবসায়ী রেজাউল করিম রিজু (৩৫) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসানের পাড়া গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,উক্ত আসামী রিজুর বিরুদ্ধে পুর্বে আরো একটি মাদক মামলা ও ৩ তিনটি মারামারি মামলা আদালতে বিচারাধীন আছে। ইয়াবাসহ আটকের ঘটনায় আসামির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রস্তুতি চলছে।