ডিজিটাল নিরাপত্তা আইন গনমাধ্যমের কন্ঠরোধ করবে,এ আইন দেশের বিকশিত গনতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এমন অভিমত ব্যক্ত কওে তা বাতিল করার আহবান জানিয়েছেন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের কর্মরত সাংবাদিক সমাজ।
সাংবাদিক নেতারা বলেন,যে আইন মানুষের কন্ঠরোধ করে তা জনবান্ধব আইন নয় উল্লেখ করে তারা আরও বলেন, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । সাংবাদিকদের কালো আইনের ফ্রেমে বেঁধে রেখে তাদের বাঘের মুখে ঠেলে দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।
আজ রবিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ফোরাম কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে এ সব কথা বলেন সাংবাদিক নেতারা।
বিবৃতিতে ৫৭ ধারার সমালোচনা করে বলা হয় এ আইনে দেশের বহু সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা বাস্তবায়ন করা হলে দেশের মানুষের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ হবে।
বিবৃতিতে আরও বলেন,দেশের সাংবাদিক সমাজ স্বাধীনতা ও সার্বভৌমক্ত রক্ষা এবং গনতন্ত্রের প্রতি শ্রেদ্ধা রেখে আরও বলেন, গনতন্ত্র আরও বিকশিত হোক। গনমাধ্যম আরও স্বাধীন হোক। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার করে জনবান্ধব আইন প্রনয়নের আহবান জানান তারা।
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ,ফোরাম সহ সভাপতি শাহ আলম সরকার সাজু,সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রধান ,সাংগঠনিক তারাজুল ইসলাম,দপ্তর বাবু কালামানিক দেব,মোয়াজ্জেম হোসেন আকন্দ,নুর আলম আকন্দ,বিকম শিখা দত্ত,মোস্তাফিজুর রহমান,আব্দুর রাজ্জাক,মিজানুর রহমান মিজান ও সাহিদুর রহমান প্রমুখ।