
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় তহুরা বেগম নামে এক নারী নিহত হয়েছে। আহত হওয়া অপর ৩জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ছেড়ে আসা একটি থ্রি হুইলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে এক সাইকেল আরোহী রাস্তা পার হতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি-হুলাইলারটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে থ্রি-হুইলারের এক যাত্রী নিহত হয়।
সাইকেল আরোহীসহ আহত হয় আরো ২ যাত্রী। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নিহত যাত্রী বালিয়াডাঙ্গী উপজেলার রুপগঞ্জ গ্রামের বাসিন্দা তহুরা বেগম (৫৫)। ঘটনার বিষয়টি সদর থানার এসআই খায়রুল আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।