
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, যদি এতিমদের টাকা আত্মসাৎ না করে থাকেন তাহলে তাহলে আদালতে প্রমাণ করতে হবে। এই নিয়ে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।
তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। তত্ত্বাবধায়ক সরকারের সময় এই মামলাটি হয়েছে। যদি তিনি দোষী হন তাহলে তার বিরুদ্ধে রায় হবে। এটা আদালতের এখতিয়ার।
তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি কোন ধরনের নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করা হলে আওয়ামী লীগের কর্মীরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। যদি কোন এলাকায় বিএনপি-জামায়াতের কর্মীরা বিশৃঙ্খলা করতে চায় আপনারা তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, যেকোন ব্যক্তির বিরুদ্ধে মামলা হতে পারে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে দোষী ব্যক্তি শাস্তি পাবেন। এটাই আইন, এটাই বিধান। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। চুরি করবেন, আত্মসাৎ করবেন আবার বিচারের রায় মানবেন না এটা জনগণ মানবে না।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে হানিফ বলেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে। এছাড়া বর্তমান সরকারে অধীনেই আগামী নির্বাচন হবে। আপনি এক সময় বলেছিলেন নিরপেক্ষ কেউ নেই। আবার আপনি এখন বলেছেন নিরপেক্ষ সরকার।
ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান প্রমুখ।