
জাতীয় সংগীতকে লিঙ্গ নিরপেক্ষ করার লক্ষ্যে ইংরেজি ভাষার সংস্করণের টেক্সট পরিবর্তনের একটি বিল পাস করেছে কানাডার সিনেট। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য এখন গভর্নর জেনারেলের রাজকীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খবর বিবিসি।
কানাডার জাতীয় সংগীত ‘ও কানাডা’র ‘ইন অল দাই সনস কমান্ড’ পরিবর্তন করে ‘ইন অল অব আস কমান্ড’ করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রক্ষণশীলদের বিরোধিতার কারণে ২০১৬ সাল থেকে ব্যক্তিগত সদস্যদের বিলটি সিনেটে আটকে ছিল। অবশেষে গত বুধবার পার্লামেন্টে এক কণ্ঠভোটে বিলটি পাস হয়।
কানাডার দুটি শব্দ পরিবর্তন নিয়ে এ লড়াই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে ২০১০ সালে কনজারভেটিভদের বিরোধিতায় একই ধরনের একটি পরিকল্পনা বাতিল হয়ে যায়। সে সময় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ছিল কনজারভেটিভদের হাতে। নতুন বিলটি ২০১৬ সালে প্রথম লিবারেল এমপি মরিল বেলাঙ্গার উত্থাপন করেন।
১৯৮০ সালে ও কানাডা আনুষ্ঠানিকভাবে দেশটির জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে ‘সনস’ শব্দটি বদলের জন্য ১২টি বিল উত্থাপন করা হয়।