
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাইকোর্ট এলাকায় মঙ্গলবার পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা পূর্বপরিকল্পিত। তারা জঙ্গি স্টাইলে পুলিশের ওপর হামলা করেছে।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রংপুর অঞ্চলে ১৯টি এবং রাজশাহী অঞ্চল ১৬টি সেতু নির্মাণে চুক্তি সই শেষে সাংবাদিকদের এ কথা বলেন কাদের।
অনুপ্রবেশকারীরা হামলা করেছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবির বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, এটা অনুপ্রবেশ নয়, এটা জঙ্গি স্টাইলে হামলা। এ হামলার মাস্টারমাইন্ড হচ্ছে বিএনপির নেতৃত্ব, তারাই এ হামলা করিয়েছে।
এর জবাবে ওবায়দুল কাদের বলেন, এ হামলার ফুটেজ কিন্তু মুছে যায়নি। এ হামলা কীভাবে হয়েছে তা দিবালোকের মত পরিষ্কার। কোনো অনুপ্রবেশকারী নয়। হামলার মাস্টারমাইন্ড বিএনপির শীর্ষ নেতারা।
গত ৩০ জানুয়ারি বেগম খালেদা জিয়া আদালত থেকে ফেরার পর হাইকোর্ট এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আটক দুই নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের প্রিজন ভ্যানে হামলা করে নেতা-কর্মীরা। ভ্যানের দরজা ভেঙে তিন জনকে ছিনিয়ে নেয়ার পাশাপাশি পুলিশের অস্ত্রও ভেঙে ফেলে তারা।
ওই ঘটনার পর পুলিশের অভিযানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যসহ শতাধিক নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছে বিএনপি। আর এই অভিযানেরও সমালোচনা করছে দলটি।
তিনি বলেন, সে দিন হাইকোর্টের সামনে যে ধরনের হামলা হয়েছে, তাতে যারা জড়িত তাদের গ্রেফতার না করে কি করবো? সরকার কি বসে থাকবে? কারা কারা ওখানে ছিলো ভিড়িও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। এখানে বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য গ্রেফতার হয়নি। এ হামলায় পুলিশকে দোষ দিতে পারবে না। কারণ হামলার উস্কানি তারাই দিয়েছে। এই হামলা পূর্ব পরিকল্পিত। তারাই ঘটনা সাজিয়েছে এবং প্রকাশ্যে ঘটিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আমরা কি মানুষের জানমাল রক্ষায় এ ধরনের ঘটনায় বিনা বিচারে ঝুঁকির মুখে ফেলে দেব? এ ধরনের ঘটনাকে আস্কারা দিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনার পুনুরাবৃত্তি ঘটবে এবং সেই কারণে সরকার এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।
৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে কি না- এমন প্রশ্নে কাদের বলেন, আমাদের কোন কর্মসূচির প্রয়োজন নেই। আমাদের পক্ষ থেকে উস্কানিমূলক কিছুই হবে না। আমরা সরকারে আছি, দেশের শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার দায় আছে আমাদের।
তিনি বলেন, আমরা সতর্ক থাকব, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, উস্কানিমূলক ও নাশকতা জাতীয় কিছু করা হয় এবং সহিংসতা দেখা যায়, তাহলে জনগণকে সাথে রেখে উদ্ভূত পরিস্থিতি সমুচিত জবাব দেয়া হবে।