
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৭ মাসের অন্তঃসত্তা সহ দুই জনের আত্নহত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গতকাল ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার গোসাইপুর গ্রামের জাবেদ আলীর কন্যা এস এস সি পরীক্ষার্থীনী ৭ মাসের অন্তঃসত্তা কুমারী জয়নাবী (১৫) নিজ বাড়ীতে বিষপানে আত্নহত্যা করেছে ।
এলাকাবাসি ও থানা সূত্রে জানা গেছে , গোসাইপুর হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাদেকুলের সাথে এসএসসি পরীক্ষার্থী জয়নাবী বেগমের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে, এক পর্যায়ে ৭ মাসের অন্তঃসত্তা হয়। ঘটনা বেগতিক সামলাতে গর্ভে সন্তান নষ্ট করতে গোবিন্দগঞ্জ কোন এক ক্লিনিকে নেওয়া হলে ডাক্তার অপারগতা স্বীকার করায় জয়নাবী বেগম লোক লজ্জার ভয়ে বিষপানে আত্নহত্যা করেছে। এ রিপোট লেখা পর্যন্ত পলাশবাড়ী উপজেলা জনৈক হাফেজ ছাদেকুলের সঠিক পরিচয় পাওয়া যায়নি।
অপর দিকে একই উপজেলার হরিরামপুর রামচন্দ্রপুর গ্রামের আতাউর রহমানের কন্যা ৪র্থ শ্রেনীর ছাত্রী জুঁই (১১) গতকাল শুক্রবার সাড়ে ৩টায় নিজ শয়ন ঘরের তীরে সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। তবে কি কারনে আত্নহত্যা করেছে জানা যায়নি। এ ব্যাপারে থানা পুলিশ পৃথক মরদেহ ময়না তদন্তের মর্গে প্রেরন করেছে।