
সেনাবাহিনী সদস্য কর্তক দুই মারমা বোনকে ধষর্ণ ও যৌন নির্যাতন এবং গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের গৃহবধূ জমিলা হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ২৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের উদ্যোগে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি শামীম আরা মিনা, সাধারণ সম্পাদক পারমানন্দ দাস, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলন, নির্যাতিত গৃহবধূ জমিলা খাতুনের মা মনোয়ারা খাতুন।
বক্তারা বলেন, সারাদেশে যে হত্যাকান্ড, নৈরাজ্য শুরু হয়েছে এর সুষ্ঠ বিচার কেউই পাচ্ছে না। একারণে দেশে বেড়েই চলেছে খুন, ধর্ষণ, হত্যাকান্ডের মতো নির্মম ঘটনা। এসবের প্রতিবাদ করেও কোন প্রতিকার পাওয়া যায় না। গাইবান্ধার গৃহবধূ জমিলার মতো যেন আর কোনো নারী নির্মম হত্যাকান্ডের স্বীকার না হয় এবং জমিলার হত্যাকান্ডের সাথে জড়িত খুনি স্বামী জহুরুলসহ সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।