
জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শাস্তি প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে এক মানববন্ধন আজ সোমবার দুপুরে জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু, সাবেক এমপি সাইফুল আলম সাজা,জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল ইসলাম সেলিম,পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামন শহীদ,মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিএনপি নেতা মোন্নাফ আলমগীর,সাদুল্লাহ দুদু, কৃষকদলের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক ভুট্টু, হুনান হক্কানি প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।