
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথির মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল শনিবার গণস্বাক্ষর কর্মসূচী জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নান মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ ফারুক, কবীর আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সাবেক সহ:সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সুন্দরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম, সাঘাটা থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলী।
আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ হাবীব সোহেল, কামরুল হাসান সেলিম, ইলিয়াস হোসেন, মোস্তাক আহমেদ, ওমর ফারুক সেলু, ফিরোজ আলম বাবু, জামিরুল ইসলাম, মিজানুর রহমান নিপু, এসএম হুনান হক্কানী, আব্দুল হাই, শফিকুর রহমান খোকা, শেখ নজরুল, আবু আলা মওদুদ, মুনমুন বেগম, সাদেকুল ইসলাম নান্নু, শফিউল করিম দোলন, মাসুদ রানা প্রমুখ।
বক্তারা প্রত্যেকেই আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরেন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।