
গাইবান্ধায় জেলা ব্র্যান্ডিংয়ের আওতায় জেলা ব্র্যান্ড বুক প্রণয়নের উপর এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় এবং প্রধানমন্ত্রীর (পিএম) অফিসের তথ্য (এ-২) প্রোগ্রামে অ্যাক্সেসের ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মিজানুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আবদুল লতিফ, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শাজাদা আনোয়ারুল কাদির, জেলা বিপণন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন, রামেশ মিষ্টির মালিক বাদল চন্দ্র ঘোষ, গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের প্রতিনিধি গাইবান্ধা দই ঘরের আজাদ মিয়া, কারিগর মশিউর রহমান ও সাংবাদিক সরকার এম শহিদুজ্জামান, মালিক কবি নাজমুল হাবিব প্রমুখ।
শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্রমে জেলা ব্র্যান্ডের বুক সন্নিবেশ করার জন্য বিভিন্ন ধরনের ছবি প্রদর্শন করা হয়।
এসময় বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, মিষ্টি দোকান মালিক ছাড়াও সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।