
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল গোবি খবরের ৫ম বর্ষে পর্দাপণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ১ ফেব্রয়ারী বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার। গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রধান আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, সহ সভাপতি গোপাল মহন্ত, দপ্তর সম্পাদক ও গোবি খবরের সম্পাদক মোস্তফা কামাল সুমন, রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সিনিয়র সাংবাদিক শামীম রেজা ডাফরুল, মনজুর হাবীব, খোকন আহম্মেদ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, বিজয় টিভির জেলা প্রতিনিধি ডিপটি প্রধান, সাংবাদিক তাহেদুল ইসলাম, এবিএস লিটন, হান্নান আকন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রুন্টু, গোবিন্দগঞ্জ সমিতি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু খালিদ বিপ্লব প্রমুখ।