
গাইবান্ধা জজ কোর্ট চত্বর থেকে একটি অটোবাইক চুরি হওয়ায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে অটোবাইক চোর লুৎফর রহমানকে পুলিশ গতকাল শনিবার রাতে গ্রেফতার করে। পরে লুৎফর রহমানের স্বীকারোক্তিতে সদর থানার এসআই নওশাদের নেতৃত্বে অভিযান চালিয়ে অন্য ৪ জন চোরকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসে। এ অভিযানে
অটোবাইক চোর চক্রের সদস্য গ্রেফতারকৃতরা হচ্ছে- সদর উপজেলার মৌজামালিবাড়ি গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র লুৎফর রহমান (৪৫), খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের মৃত দুলা মিয়ার পুত্র কোরবান আলী (২০), একই এলাকার মৃত মহসিন ব্যাপারীর পুত্র বুলু মিয়া (৩২), খোকা মিয়ার পুত্র অকু ওরফে আকু মিয়া (২৫) ও মৃত খলিলুর রহমানের পুত্র বাবুল মিয়া (২৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।