
গাইবান্ধা জেলায় ভিতরে একমাত্র পলাশবাড়ী উপজেলাতে গণজাগরণমঞ্চের আয়োজনে গণজাগরণ দিবস/২০১৮ উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী ও ডিজিটাল আইন,সাম্প্রদায়িক আগ্রাসন, উগ্র মৌলবাদ ৭২ এর সংবিধান, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ৫ই ফেব্রুয়ারি সোমবার পলাশবাড়ী চৌমাথা মোড়ে প্রজন্ম চত্বরে অনুষ্ঠিত হয়।
গণজাগরণ মঞ্চের আহবায়ক আলহাজ্ব একরাম হোসেন তালুকদার বাদল হাজ্বীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গণজাগরণ দিবসের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ও রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ীর সভাপতি আশরাফুল ইসলাম।
আরো এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি সাংস্কৃতিক জোটের সভাপতি শাহজাহান মিয়া, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, কিশোরগাড়ী ইউনিয়ন গণজাগরণ মঞ্চের সদস্য সচিব সাইফুল ইসলাম, হোসেনপুর ইউনিয়নের সদস্য সচিব নয়ন মিয়া, মহাদীপুর ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,বরিশাল ইউনিয়নের আহবায়ক গোলজার রহমান প্রমুখ।
এর আগে জাগরণ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধু প্রতির্কশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু।