
জাতীয়তাবাদি দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা রায়ে শাস্তি প্রদানের প্রতিবাদে আজ ১৪ ফেব্রুয়ারী বুধবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে অনশন চলাকালে বক্তব্য রাখেন সাবেক এমপি সাইফুল আলম সাজা, আব্দুল মোন্নাফ আলমগীর, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আলমগীর সাদুল্যা দুদু, মোশাররফ হোসেন বাবু মঞ্জিল,মোরর্শেদ বাবু,আনিছুর রহমান নাদিম, মোহাম্মাদ আলী,কামরুল হাসান সেলিম, , ইলিয়াস হোসেন, মোস্তাফ আহম্মেদ,খন্দকার ওমর ফারুক সেলু, শফিকুল ইসলাম লিপন, এসএম হুনান হক্কানী, মাহাফুজার রহমান রানা, আবু আলা মওদুদ,মাহামুদ প্রমানিক মাহামুদ, প্রমুখ।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানসহ সারাদেশের নেতাকর্মীদের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।