1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কোর্টনি ওয়ালশের হাতে প্রধান কোচের দায়িত্ব

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১৮ বার পড়া হয়েছে

 

শ্রীলঙ্কায় আর কদিন বাদে শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কোর্টনি ওয়ালশকে। অবশ্য এই ক্যারিবীয় পেসার বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার মূল দায়িত্ব পেয়েছেন তিনি।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই কদিনের আলোচনায় একটা কথা এসেছে, সিনিয়র কাউকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হলে ভালো হবে। সে বিবেচনায় শুধু নিদাহাস ট্রফিতে ওয়ালশ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। কারণ, এই সিরিজের আগে আমরা নতুন কাউকে পাচ্ছি না। তাই ক্যারিবীয় পেসারকে এই দায়িত্ব দেওয়া হয়।’

এ ছাড়া আঙুলের চোটে দলের বাইরে থাকা টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। তবে শুরুর দিকে খেলতে না পারলেও শেষ দিকে দু-একটি ম্যাচ খেলতে পারেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের বল করতে কোনো অসুবিধা নেই। তবে ব্যাটিংয়ে কিছুটা সমস্যা রয়েছে। আমাদের বিশ্বাস সে (সাকিব) খেলবে। হয়তো শুরুর দিকে দু-একটি ম্যাচ নাও খেলতে পারে। তাবে দলের সঙ্গে যাচ্ছে। অধিনায়কও সেই থাকছে। ম্যাচে সে খেলতে না পরলে মাহমুদউল্লাহ নেতৃত্ব দেবেন।’

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি দলে আবার ফেরা নিয়ে। এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘মাশরাফিকে আমি ব্যক্তিগতভাবে আগেই বলেছিলাম এই সিরিজে খেলার জন্য, সে কিছুই বলেনি। তাঁকে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছিল, কিন্তু না করে দিয়েছে। সে খেলতে ইচ্ছুক না। সে কারণে মাশরাফিকে এই দলে রাখা হয়নি।’

অবশ্য সিরিজের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজনও এই সিরিজে দলের সঙ্গে থাকছেন। তবে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ দলের প্রধান কোচ ওয়ালশ

দাক্ষিণ আফ্রিকা সফরে পেসাররা করতে পরেনি কিছুই। এজন্য দায়টা নিজেদের দিকেই নিচ্ছেন পেসার রুবেল। এমন কি পেস বোলিংয়ে টানা ব্যর্থতার জন্য বোলিং কোচ কোর্টনি ওয়ালশেরও কোনো ব্যর্থতা দেখেন না তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের পেসারদের মধ্যে সফল রুবেল। টেস্টে সিরিজে খেলেছিলেন একটি টেস্ট। নিয়েছিলেন ১ উইকেট। ৩ ওয়ানডের সবকটি খেলে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে পার্লে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

কোর্টনি ওয়ালশের ভূমিকা নিয়ে একটা চাপা গুঞ্জন ক্রিকেট পাড়ায় আছে। নিজে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি বোলার। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিয়ানের কাছ থেকে কতটুকু শিখতে পারছেন বাংলাদেশের বোলাররা? বা ওয়ালশই কতোটা শেখাতে পারছেন।

এই প্রশ্নের জবাবে রুবেল বলেন, কোর্টনি ওয়ালসেরর ভাষা বুঝতেও টাইগারদের কোনো সমস্যা হয়না। আমার কাছে মনে হয় না কোনো সমস্যা হয়েছে। আসলে আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি। ফিল্ড সেট আপ থেকে শুরু করে বোলিং নিয়ে আমাদের যে পরিকল্পনা ছিল, সে অনুযায়ী সবকিছু আমার করতে পারিনি।

রুবেল আরো বলেন, আসলে উইকেট খুবই সুন্দর ছিল। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। আমরা চেয়েছিলাম ভালো জায়গায় বল করার জন্য। কিছু সময় হয়েছে। আবার কিছু সময় ওরা খুব ভালোভাবে পড়তে পেরেছে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আসলে যে ভাবে হেরেছে টাইগাররা, তাতে একটু খানিক আনন্দের উপলক্ষ্যও ছিল না। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ব্যর্থ ছিল বাংলাদেশ।

দলের এমন পারফরম্যান্সে হতাশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘ওদের (দক্ষিণ আফ্রিকা) সঙ্গে তুলনা করলে সব জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচগুলো হেরেছি। এটা আমাদের খুবই শিক্ষণীয় হল। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে এটা হয়ে আসছে। এ বিষয়গুলো ঠিক না করলে সামনের সিরিজ-টুর্নামেন্টে ভালো করা কঠিন হয়ে যাবে।’

বাংলাদেশ ক্রিকেটের এই সফল অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয়, এই যে সময়টা গেল, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিপদসংকেত। এ থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে।’

এর আগে বুমফন্টেইনে চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা| জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৭ রানে। এ কারণে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ১৭২ রান করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশকে এক ইনিংস ও ২৫৪ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft