
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার কোনো নাগরিক কিংবা সংগঠনের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে না। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর ক্রীড়া পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দাবা প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিএনপি যদি ধ্বংসাত্মক রাজনীতি করে, মানুষ হত্যা করে, তাহলে নিরাপত্তা বাহিনীর ওপর যে দায়িত্ব রয়েছে, তারা সেটি অক্ষরে অক্ষরে পালন করবে।’তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর দেশকে এই পর্যায়ে আনার জন্য জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি শুধু আমাদের নেতা নন, এখন বিশ্বনেতা।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তারাই বিশ্বের বুকে মাতৃভূমিকে তুলে ধরবে। এজন্য তারা যেন ভুল পথে না যায়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।