
গাড়ীর ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ ফর্মুলা ওয়ান, ফর্মুলা ১ বা এফ১। যাঁরা স্পোর্টস চ্যানেলে ফর্মুলা ওয়ানের ভক্ত, তাঁদের কাছে এ দৃশ্য খুবই চেনা। পোল গ্রিডে পরপর দাঁড়িয়ে ঝাঁ-চকচকে ফর্মুলা ওয়ান গাড়ি। মার্সিডিজ, রেনো, ম্যাকলারেন, ফেরারি সংস্থার চালকরা সুসজ্জিত ড্রাইভার্স ভেস্ট পরে গাড়িতে বসে। ঠিক তাঁদের পাশেই বড় ছাতা হাতে দাঁড়িয়ে থাকে সুন্দরী মডেলরা।
মডেলদের লাস্যে তখন ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার রেসিং সার্কিটের তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। সদাহাস্য সেই রমণীদের জন্যই আলাদা জৌলুস রয়েছে ফর্মুলা ওয়ান রেসিংয়ের। পোশাকি ভাষায় সেই গ্রিড গার্লসদের দিন বোধহয় এবার ফুরালো।
জানা গিয়েছে, এবার থেকে রেসিং সার্কিটে আর দেখা মিলবে না ওই সুন্দরীদের। তার বদলে এবার গ্রিড কিডস রাখার উদ্যোগ নিচ্ছে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ। ফর্মুলা ওয়ানের কমার্শিয়াল অপারেশনের ডিরেক্টর শন ব্রাচেস জানিয়েছেন, ভবিষ্যতের ফর্মুলা ওয়ান রেসারদেরই তাদের আইডলের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। এতে খুদে রেসাররা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারবে এবং তাদের হিরোদেরও কাছ থেকে দেখার সুযোগ পাবে।