
মুক্তির আগেই নানা কারণে আলোচিত শাকিব খানের ‘আমি নেতা হব’। বুধবার এই ছবির প্রথম পোস্টার অফিসিয়ালিভাবে প্রকাশ পেয়েছে। প্রথম পোস্টারে দেখা গেছে নেতা শাকিব খানকে। এতে সাদা পাঞ্জাবীতে দেখা গেছে ঢালিউড কিংকে। তিনি একেবারে রাজনৈতিক নেতার মতো আঙুল উঁচিয়ে ভাষণ দিচ্ছেন। চলতি বছরে এটি শাকিব খান অভিনীত প্রথম ছবি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন উত্তম আকাশ।
চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে দীর্ঘ ৯ বছর পর দ্বিতীয়বারের মত জুটি বেঁধে কাজ করেছেন বিদ্যা সিনহা মিম। এছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কাজী হায়াৎ প্রমুখ।

নির্মাতা বলেন, “এর আগে সোশ্যাল মিডিয়াতে সিনেমাটির একটি পোস্টার দেখা গিয়েছিল। যেটা মোবাইলে তুলে কেউ হয়ত ছড়িয়ে দিয়েছে। কিন্তু এই পোস্টারটি অফিসিয়াল। এরপর আরো পোস্টার আছে, যেগুলো ধীরে ধীরে প্রকাশ করা হবে।
ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রযোজক সেলিম খান বলেন, ‘১৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির আগে আরো পোস্টার ছাড়া হবে। সেগুলোতে শাকিব-মিম ছাড়াও অন্যান্য শিল্পীদের রাখা হয়েছে’।
এছাড়া, ক’দিন আগে ছবির দুটি গানও প্রকাশিত হয়েছে। গান দু’টি প্রকাশের বেশ প্রশংসা পেয়েছি। আশা করছি, অনেকদিন পর একটি ভালো ছবি দেখতে পাবেন দর্শক।”