
১০ টাকা দরে চাল, প্রতি ঘরে একজনের চাকুরি এবং সুন্দরগঞ্জের চর খোর্দ্দার কৃষি জমি রক্ষার দাবিতে গতকাল রবিবার বাসদ (মাকর্সবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, জেলা সদস্য সচিব গোলাম সাদেক লেবু, নিলুফার ইয়াসমিন শিল্পী, সুন্দরগঞ্জ উপজেলা পার্টির সমন্বয়ক বীরেন চন্দ্র শীল, কৃষি জমি রক্ষা আন্দোলনের নেতা মোজাফ্ফর মন্ডল মোজা, দারিয়াপুর হাট ব্যবসায়ি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা ১০ টাকা দরে চাল এবং ঘরে ঘরে একজন বেকারের চাকুরির দাবি জানান। সেইসাথে সুন্দরগঞ্জ উপজেলার চর খোর্দ্দায় বেসরকারিভাবে সোলার প্ল¬ান্ট স্থাপনের নামে বাস্তভিটা ও আবাদি জমি দখলের যে পায়তারা চলছে তা বন্ধের দাবি জানায়।
পরে উল্লেখিত দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের কাছে হস্তান্তর করা হয়।