1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হাসপাতালের বেড থেকেই লাইভে সংবাদ: পেশার প্রতি দায়িত্ববোধে আলোচনায় সাংবাদিক রবিউল ইসলাম স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই – এটিএম আজহারুল ইসলাম রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে ইইউ সংসদ নির্বাচনে ইসি থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে আলোচনা: ব্যয় সাশ্রয় ও যৌথ আয়োজনের দাবি সচেতন মহলের পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ

সেই বিশেষ মহল কে, জানতে চান শাকিব

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

 

ঢালিউডের তারকা অভিনেতা শাকিব খান প্রায় দেড় মাস পর রবিবার সন্ধ্যার ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। দেশে ফিরেই সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়া ‘বিশেষ মহলের চাপে দেশে ফিরেছেন শাকিব’ এমন শিরোনামের কয়েকটি খবরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোমবার শাকিব খান সাংবাদিকদের বলেন, ‘আমার দেশে আমি ফিরেছি। কিন্তু আমি ফেরার আগেই কেন এসব ভুয়া খবর রটানো হয়েছে সেটা বোধগম্য নয়। আমি জানতে চাই, সেই বিশেষ মহল কে বা কারা? কিসের চাপে আমি দেশে ফিরব? আমি এদেশের নাগরিক। আমার দেশে ফিরতে কি কারও অনুমতি লাগবে? নাকি আমি কোথাও পালিয়ে গেছি যে, কারও চাপে আমাকে দেশে ফিরতে হবে?’

তিনি বলেন, অনেকদিন দেশের বাইরে থাকার জন্য আমার ছেলে জয়ের জন্য মনটা কাঁদছিল। ওকে দেখতেই দেশে এসেছি। এটা নিয়েও কেন জল ঘোলা করা হচ্ছে?

শাকিব আরও বলেন, ‘যেসব অনলাইন এসব লিখছে তাদের বলবো- সেই বিশেষ মহলের নামটাও প্রকাশ করুন। আমি দেখতে চাই, সেই মহলটি কে? যাচ্ছে তাই লিখে শুধু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’

এর আগে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানকে বিএফডিসির ১৮টি সংগঠনের অবাঞ্ছিত ঘোষণার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

তথ্য সচিবসহ সংশ্লিষ্ট ১৮ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

আদালতে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ জানান, এই আদেশের ফলে আগামী ২৫ জুলাই থেকে শাকিব খানের শুটিংয়ে আর কোনো বাধা রইল না।

এছাড়া এফডিসিতে সংবাদ সম্মেলন করে চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করেছে ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।

সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘দেশীয় চলচ্চিত্র ধ্বংসের প্রক্রিয়ায় যারা নেমেছে তাদের আমরা আমাদের সিনেমার উঠানে ঢুকতে দেব না। অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে। কিন্তু আজ এই মুহূর্ত থেকে ওরা এফডিসিতে নিষিদ্ধ।’

তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রে জ্যেষ্ঠ শিল্পীদের সম্পর্কে বিরূপ মন্তব্য ও আন্দোলনকারীদের সম্পর্কে অশালীন বক্তব্য দেয়ায় শাকিব খানকে বিএফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’

শাকিব খান জ্যেষ্ঠ অভিনেতা ফারুককে অসম্মান করে বক্তব্য দিয়েছে অভিযোগ করে অভিনেতা আলমগীর বলেন, ‘শাকিব জনপ্রিয় তারকা, অনেক টাকাপয়সাও হয়েছে। কিন্তু তার বুদ্ধি লোপ পেয়েছে।’

বহিষ্কারের ব্যাপারে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন লন্ডনে অবস্থান করছি, বহিষ্কারের বিষয়টি আমি শুনেছি, আসলে এ সিদ্ধান্ত হাস্যকর। আমি এটা নিয়ে ভাবছি না। আমি আমার কাজ করে যেতে চাই। আন্দোলনকারীরা জ্যেষ্ঠ শিল্পীদের ব্যবহার করছেন। সম্মানিত জ্যেষ্ঠ শিল্পীদের বিষয়টি বুঝতে পারা উচিত।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft