
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শীতজনিত রোগে ৩ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ৭ দিনের একটানা শৈত প্রবাহ, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় উপজেলায় জীবন যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের লোকজন। শীত ও ঠান্ডা থেকে পরিত্রাণ পেতে তেমন কোন শীতবস্ত্র না থাকায় কাহিল হয়ে পড়েছে ছিন্নমুল মানুষেরা। দেখা দিয়েছে শীত জনিত রোগের প্রকোপ।
এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে আজ রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- মধ্য বেলকা গ্রামের ফিরিদুল ইসলামের মেয়ে মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী তানজিনা আক্তার তৃষা, উত্তর মরুয়াদহ গ্রামের আব্দুর রহমান (৭০) ও একই গ্রামের বঙ্কিম চন্দ্র (৬০)।
বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্ ও ছাপড়হাটী ইউপি চেয়ারম্যান কনক কুমার গোষ্মামি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া কথা হলে তিনি জানান, এ পর্যন্ত ৮ হাজার ২০টি কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।