
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৌর শহরে মাস্টারপাড়া হতে মরহুম মুক্তা চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা মেরামতের কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আলহাজ্ব আজিজল মাস্টারের বাড়ি উঠানে পাকা রাস্তা মেরামত কাজের উদ্বোধনী এক আলোচনা সভা পৌর আ’লীগরে সহ-সভাপতি এটিএম মাসুদ-উল-ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মজিবুর রহমান মাস্টার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আলহাজ্ব আজিজল রহমান মাস্টার, পৌর কাউন্সিলর হান্নান সরকার, মোহাম্মদ আলী, সাজু সরদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রাশিদুল আলম চাঁদ প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি মাটি কেটে কাজের উদ্বোধনী ঘোষণা করেন।