
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলেকে জেলে দিলেন পিতা। জানা গেছে, শান্তিরাম ইউনিয়নের পাঁছগাছী শান্তিরাম (কালিতলা) গ্রামের আলহাজ্ব মোজাহার আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৮) দীর্ঘদিন থেকে ইয়াবাসহ বিভিন্ন প্রকার নেশায় আশক্ত হয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।
এ অবস্থা চলতে থাকায় পিতা মোজাহার আলী ছেলেকে মাদকাসক্ত পথ থেকে ফিরিযে আনার শত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে তিনি অতিষ্ঠ হয়ে ছেলেকে গতকাল সোমবার পুলিশে দেয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম গোলাম কিবরিয়া তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।