
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারিভাবে প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের সকল প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। আজ সোমবার উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সরকারিভাবে বিনামুল্যে পাঠ্যবই আনুষ্ঠানিকভাবে বিতরণের এক আলোচনা সভা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী শিক্ষা অফিসার খায়রুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রওশন আলম, উপজেলা প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক শাহ মোঃ রেদওয়ানুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এছাড়া প্রধান অতিথি এসএম গোলাম কিবরিয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, সরকারি আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয়, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্ব মোঃ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে সরকারী ভাবে বই বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ গোলাম আযম খান, প্রধান শিক্ষক শাহদুজ্জামান, মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাংবাদিক শাহজাহান মিঞা। উল্লেখ্য, এ বছর উপজেলায় ৩৬৫টি প্রাথমিক স্তরের বিদ্যালয়, ৮৬টি মাধ্যমিক ও ৪৯টি মাধ্যমিক স্তরের মাদ্রাসায় একযোগে বই উৎসব পালিত হয়েছে।