
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায়ধীন নদী ভাঙন কবলিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১শ’ ৫৫ পরিবারদের মাঝে ত্রাণের ঢেউটিন ও ৯ লাখ ৩৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলা পরিষদ চত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে নদী ভাঙন কবলিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মসজিদ, মাদ্রাসাসহ ১৫৫টি পরিবারের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার ৩শ’ ১১ ব্যান্ডেল ত্রাণের ঢেউটিন ও আর্থিক অনুদান হিসেবে চেকের মাধ্যমে প্রতি বান্ডেল ঢেউটিনের বিপরীতে ৩ হাজার টাকার চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- শান্তিরাম ইউপি চেয়ারম্যান সামিউল ইসলাম, রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান।