
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার গাইবান্ধা -সাদুল্যাপুর সড়কের হাসপাতাল মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় শেখ ফরিদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১১টায় এ দুর্ঘটনা ঘটে।শেখ ফরিদ উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (কল পাড়া) গ্রামের মোত্তালিব মোয়াজ্জেম এর ছেলে।
নিহতের চাচা আ: কাদের জানান ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণের জন্য বাড়ী থেকে সাদুল্লাপুরে যাবার পথে সাদুল্লাপুরে হাসপাতালের সামনের সড়কে একটি শিশু বাচ্চাকে বাচাতে গিয়ে অন্যএকটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী শেখ ফরিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এবং জামাল পুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল দুর্ঘটনা বিষয়টি নিশিত করেন।