
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়। আজ সোমবার উপজেলা প্রাণীসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত সেবা সপ্তাহ পালন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বানু লাকী, ভাইস চেয়ারম্যান সামসুল হাসান অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দু।
আলোচনা পূর্বে একটি র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।