
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার শিক্ষক সংগ্রাম পরিষদের আয়োজনে ১১ দফা দাবি আদায়ের লক্ষে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মমিতুল হক নয়ন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রভাষক এনামুল হক, গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্ল্যাহ, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাজু, আব্দুল মতিন, প্রধান শিক্ষক জাকির হোসেন, শিক্ষক আতিক প্রমুখ।