
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, প্রধানমর্ন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের অসহায় দুঃস্থ্য মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ এবং তার সফল বাস্তবায়ন করে চলেছেন। ক্ষুধা, দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। যার ধারাবাহিকতায় যমুনা নদীর ভাঙ্গন থেকে সাঘাটা বাজার রক্ষা প্রকল্পে ১শ’ ৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের সফল বাস্তবায়ন করেছেন। সাঘাটা থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারী ও বে-সরকারী বহু স্থাপনা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেয়েছে। স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উপজেলায় ৪০টি কমিউনিটি ক্লিনিক চালু করে সেখান থেকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দেশে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। নির্মাণাধীন পদ্মাসেতু তার জ্বলন্ত উদাহরণ।
আজ শনিবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে বোনারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মাহমুদ হাসান রিপনের নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে দুই হাজার পিছ শীতবস্ত্র (কম্বল) বিতরণ পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তার ব্যক্তিগত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ নিয়ে সাঘাটার বিভিন্ন এলাকায় বিদ্যুতায়ন, রাস্তা পাকাকরণ, বাঙ্গাবাড়ী ব্রীজ নির্মাণ, ১৪ কোটি টাকা ব্যয়ে বাঙ্গালী নদীর উপর পাকুড়তলা ব্রীজ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী মানবিক কারণে ১০লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্যের ব্যবস্থা করেছেন। বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মী এবং জনগণের প্রতি আহ্বান জানান।
বোনারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ:সভাপতি আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিংকু, জেলা স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক মোস্তাক আহস্মেদ রঞ্জু, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সহ:সভাপতি মোসলেম উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক এ্যাড. সামশীল আরেফিন টিটু,
বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ওয়ারেছ আলী, যুগ্ন সাধারন খায়রুল বাশার রুবেল, তথ্য ও গবেষণা সম্পাদক মোকছেদুল হাসান সাজু, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান, জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা তরিকুল ইসলাম তারেক, জেলা ছাত্রলীগ আহ্বায়ক আব্দুল লতিফ আকন্দ, আওয়ামীলীগ নেতা মশিউল হক তপন, হুমায়ুন কবির সুমন, প্রভাষক সাজেদুর রহমান শিপন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ আহ্বায়ক খন্দকার ইকবাল হোসেন প্রমুখ।