
‘অডিট পরিচালনায় আরো দক্ষতা প্রয়োজন, ডিজিটাল পদ্ধতির সাথে নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে, এবং সাইবার অপরাধের বিষয়ে সতর্ক থাকতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে আন্তর্জাতিক সুপ্রীম অডিট ইনন্সিটিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিজিটাল সুবিধা ব্যবহার করে কেউ যেন অপরাধ কার্যক্রম চালাতে না পারে সে ব্যবস্থাও আমাদের নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে।… বিশেষ করে আর্থিক খাত এবং গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’