
বাংলাদেশকে হারিয়ে শ্রীলংকা ১০ ইউকেটে জয় পেয়েছে। এর আগে ২৪ ওভারে মাত্র ৮২ রানে অলআউট বাংলাদেশ। শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। সুরাঙ্গা লাকমলের পেসে ভেঙে পড়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুর ১২টায়। এর আগে বেলা সাড়ে ১১টায় টসে জিতে ব্যাটিংয়ের কথা জানান টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।
এনামুল হক বিজয়ের সামনে ছিল নিজেকে প্রমাণ করার সুযোগ। কিন্তু টানা তিনটি ম্যাচে খুব বেশি সফল হতে পারলেন না এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছেন এনামুল।
গত তিন ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানো তামিম ইকবাল ও সাকিব আল হাসানও সাজঘরে ফিরেছেন প্রথম পাঁচ ওভারের মধ্যে। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মাহমুদউল্লাহও। আউট হয়েছেন মাত্র ৭ রান করে।
ত্রিদেশীয় সিরিজের আগের তিনটি ম্যাচের মতো কয়েন-যুদ্ধ জিতেছেন বাংলাদেশ অধিনায়ক। এবারও তিনি নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
টানা তিনটি ম্যাচ জিতে দাপুটে ভঙ্গিতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই মাশরাফিদের জন্য সৌজন্য রক্ষার ছিল।
টাইগারদের আনুষ্ঠানিকতার এই ম্যাচে একটি পরিবর্তন আনা হয়েছে। সানজামুল ইসলামের জায়গায় পেস অলরাউন্ডার আবুল হাসান রাজুকে একাদশে নেওয়া হয়েছে। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন আবুল হাসান। ২০১৫ সালের এপ্রিলে শেষ পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন এ পেস অলরাউন্ডার।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণভাবে করেছিল বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরে শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি তাই হাথুরুসিংহের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
অন্যদিকে মাঠে নামার আগেই অবশ্য বড়সড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। চোটের কারণে মাঠে নামতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার জায়গায় লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্দিমাল। অন্যদিকে দলে একটি পরিবর্তন এনে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
ওয়ানডের পরিসংখ্যান বলছে এর আগে পর্যন্ত ৪২ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে ৩৪টিতে জিতেছে লঙ্কানরা। বাংলাদেশের জয় মাত্র ৬ টি ম্যাচে। দুটি হয়েছে পরিত্যক্ত। ২০১৭ সালের মার্চে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলেছিলো বাংলাদেশ। ঐ সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো।
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিয়ায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আবুল হাসান রাজু, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কা: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, লাকশান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া ও দুশমন্ত চামিরা।