
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারায় ইউনিয়নে আমেনা ফাউন্ডেশন এডুকেশন কমপ্লেকর্স এর ৫তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
আজ ১৭ জানুয়ারী বুধবার বেলা ১২টায় মিরারপাড়া গ্রামে আমেনা ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বপন কুমার রায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এরপর সংগঠনের উদ্যোগে ‘বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা গাইবান্ধা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোহাম্মদ হোসেন ফকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আজাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কৃষিবিদ বজলুর রশীদ রাজা, শালমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী প্রমূখ।