
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের মালিকানাধীন বাণিজ্যিক খামারের জমিতে ইপিজেড নির্মাণের নামে জমি বেদখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেনসহ এলাকার লোকজন।
আজ শনিবার সকালে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা চিনি উৎপাদন কাজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক সম্পূর্ণরূপে চালু সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি পতিত দেখিয়ে সেখানে ইপিজেড নির্মাণের দাবী করে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানসহ নানা ষড়যন্ত্রের প্রতিবাদে চিনিকল প্রধান ফটক প্রাঙ্গণে সকাল আটটা থেকে অনুষ্ঠিত ফটক সভা অনুষ্ঠিত হয়।
রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এসএম জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সকল ষড়যন্ত্র প্রতিহতের লক্ষ্যে প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন- চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, মহাব্যবস্থাপক (কৃষি) আনোয়ার হোসেন আকন্দ, মহাব্যবস্থাপক (অর্থ) নাজমুল হুদা, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক নেতা ফারুক হোসেন ফটু প্রমূখ।
পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল চিনিকল এলাকা প্রদক্ষিণ করে।