
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মে আদিবাসিদের বসত বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, আবাদি ফসল নষ্ট, তিন আদিবাসি হত্যার বিচারসহ ৭ দফা দাবিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ।
সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মনিলাল দাসের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রংপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সরকার, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার সাবেক সভাপতি পরিমল মাহাতো, সভাপতি রাজিব কুমার মাহাতো ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সভাপতি রথীশ চন্দ্র ভৌমিক, বাসদ রংপুর জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ রংপুর মহানগর শাখার সভাপতি গৌতম রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা সাধারণ সম্পাদক শাহিন রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, পীরগঞ্জ ভূমিহীন কল্যাণ সমিতির সভাপতি রোজিনা সরেন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা কমিটির সদস্য প্রহল্লাদ রায়,শেখাপাড়া আদিবাসী সাংস্কৃতিক সংঘ রংপুরের সভাপতি বুধু ধানোয়ার প্রমূখ।
বক্তারা বলেন, অবিলম্বে সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসী-বাঙ্গালিদের ১৮৪২,৩০ একর সম্পত্তি ফেরত দিতে হবে। একই সাথে বিগত ০৬ নভেম্বর ২০১৬ তারিখে হামলা করে তিনজন আদিবাসীকে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতনের সাথে জড়িত সকলের বিচার ও শাস্তির দাবি জানান। সেদিনের ঘটনার মূল মদদদাতা স্থানীয় এমপি আবুল কালাম আজাদ ও স্থানীয় শালমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের শাস্তির দাবি জানান বক্তারা।