
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার দুপুরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেন।
জানা গেছে, মাতারবাড়িতে কয়লাবিদ্যুৎ কেন্দ্র ছাড়াও নির্মিত হচ্ছে এনার্জি পাওয়ার সি-পোর্ট। ইতোমধ্যে এর ১৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে এই সি-পোর্টের। এই পোর্ট কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও কোল পাওয়ারের কাজ দিয়ে শুরু হবে। পর্যায়ক্রমে সেটি বাণিজ্যিক সি-পোর্ট হিসেবে ব্যবহৃত হবে।
দেশের এই বৃহৎ প্রকল্পের জন্য জাইকা ৫০ হাজার কোটি টাকা সহযোগিতা করেছে। ০.১০১ শতাংশ হার সুদে এই টাকা বিনিয়োগ করেছে জাইকা। এটি দেশের বাইরে জাপানের সর্ববৃহৎ বিনিয়োগ। মাতারবাড়ি ছাড়াও মহেশখালীতে আরো বিদ্যুৎ প্রকল্প নির্মিত হবে। ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে এসব প্রকল্প বাস্তায়ন করবে সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় অধিবাসীদের অনেকের পেশার পরিবর্তন হবে। তাই বেকার সমস্যার সমাধানের জন্য এই এলাকায় একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তুলবে সরকার।