
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ ভিসির কার্যালয়ে হামলার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, যারা গেট ভেঙ্গেছে, তাদের বিচার হবে, আর যদি ছাত্রলীগ জড়িত থাকে তাদেরও শাস্তি হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মোবাইলকোর্ট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গতকাল আন্দোলনকারীরা জোর করে ভিসির অফিসে প্রবেশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রলীগ উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, কোন ছাড় নয়।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণের কাছে সবচে গ্রহণযোগ্য ব্যক্তিই আগামীতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
অ্যাপস নির্ভর রাইড শেয়ারিং নীতিমালা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী পরিষদে এটি পাশ হয়েছে। এক মাসের মধ্য বাস্তবায়ন করা সম্ভব হবে
সাবেক ছাত্রনেতাদের বিক্ষোভ প্রসঙ্গে কাদের বলেন, দলের কর্মীদের মোকাবেলা করার মত আমার সৎ সাহস আছে, কেউ বিক্ষোভ করেনি। এই কমিটি খসড়া কমিটি ছিল। ফাইনাল ছিল না, অনুমোদিত ছিল না।
বিএনপি একেকবার একেক কথা বলে উল্লেখ করে কাদের বলেন, তারা এখনও ঠিক করতে পারেনি তারা কোন ধরনের নির্বাচনকালীন সরকার চায়। তাদের একেক নেতা একেক কথা বলেন। তারা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ স্বীকৃতি দিয়েছে কিন্তু এখন ভিন্ন কথা বললে হবে না।
বিস্তারিত আসছে…
ডিসেম্বরেই ভোট হতে যাচ্ছে: ওবায়দুল কাদের
‘ডিসেম্বরেই ভোট হতে যাচ্ছে। গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষককে পরাজিত করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে পাকিস্তানের ভাবধারা চলতে পারে না। তাই আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার হিন্দু ধর্মের উৎসব সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় উপসনালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এর আগে ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল পরিদর্শনে যান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না উল্লেখ করে তিনি বলেন, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার সমান অধিকার। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে। মনে রাখবেন, এদের কোনো দল নেই। এরা দুর্বৃত্ত। আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। সরকার যেকোনো প্রয়োজনে আপনাদের সাথে থাকবে।
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক সুরের ঐক্য প্রয়োজন উল্লেখ করে কাদের বলেন, সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়ানো হচ্ছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করা হচ্ছে। তবুও আমরা স্থিতি বজায় রেখেছি। এই স্থিতি ধরে রাখার জন্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক সুরের ঐক্য প্রয়োজন।