
ময়মনসিংহে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ২ কলেজ ছাত্র নিহত হয়েছে।
ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ (২৪) এবং সৌরভ (২২) নামে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও দুজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি কামরুল ইসলাম মিয়া জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক সময় তা সংঘর্ষের পর্যায়ে গেলে উত্তেজিত প্রতিপক্ষ আকাশ এবং সৌরভকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা সাহাপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।