
গাইবান্ধায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার বই উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ ১ জানুয়ারী সোমবার সকালে জেলা সদরের মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠানে জেলা শহরের মধ্যপাড়া, মুন্সিপাড়া ও জুবলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, এবারে জেলার সরকারী, বেসরকারি, কিন্ডার গার্টেন এবং আনন্দ স্কুলসহ ৩ হাজার ৩টি প্রাথমিক স্তুরের শিক্ষা প্রতিষ্ঠানের ৪ লাখ ৯৯ হাজার ২৭৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ২২ লাখ ৯১ হাজার ৩৪টি পাঠ্য বই বিতরণ করা হবে।
অপরদিকে গাইবান্ধা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন জানান, এবারে বছরে জেলায় মাদ্রাসা, মাধ্যমিক ও ভোকেশনালসহ ৭৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৫২ হাজার ৬৮১ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৩ লাখ ৭০ হাজার ৬৮১টি বই বিতরণ করা হবে।