
মুক্তির আগেই আলোচিত ছবি ‘পোড়ামন ২’। কদিন আগে এই ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছিল। ব্যতিক্রমী ওই পোস্টার ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এবার এই ছবির দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে।
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারেই ছবিটি নির্মাণ করছেন রায়হান রাফি। নতুন ছবি ‘পোড়ামন ২’-তে নায়ক-নায়িকা হিসেবে আছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
প্রথম পোস্টারে দেখা যায় অসহায় সিয়াম, তার পাশে চোখে কান্না নিয়ে দাঁড়িয়ে আছেন পূজা চেরি। তাদের ঘিরে অনেক বোরখা পরিহিত নারী উন্মুখ হয়ে সামনের দিকে তাঁকে আছেন।
এবার প্রকাশ পেল দ্বিতীয় পোস্টার। এখানে দেখা গেল চোখে মুখে কৌতুহল আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছেন সিয়াম ও পূজা। দুজনের গায়ে সবুজ রেশমি পোশাক। প্রথম পোস্টারের মতো এটিও অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে মনে। কেন এভাবে তাকিয়ে আছেন দুই তারকা? তাদের গায়ের সবুজ রেশমি পোশাকে কোনো রহস্য আছে কী না পরিচালক তা এখনই বলতে নারাজ। তিনি বলেন, ‘আমি চাই ছবিটি মানুষ হলে গিয়ে দেখুক এবং তৃপ্তির ঢেকুর তুলুক।’
গেল বছরের ২৯ সেপ্টেম্বরে মেহেরপুরে ছবিটির শুটিং শুরু হয়। সেখানেই টানা শুটিং চলেছে। ছবিটির শুটিং শেষ পর্যায়ে। এখন গানের দৃশ্যায়ন চলছে। কিছুদিনের মধ্যেই জানা যাবে ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখ।