
মার্কিন পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়ে কাজ শুরু করার পর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয় ভারতীয় পরিচালক রাম গোপাল ভার্মাকে নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ সিনেমার ট্রেলার। ট্রেলার মুক্তি পাবার পর আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। সিনেমাটির প্রচারণায় একের পর এক টুইট করছেন রাম গোপাল ভার্মা।
তবে সম্প্রতি প্রকাশিত একটি টুইটকে ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। টুইটে তিনি লিখেন, ‘পৃথিবীতে নারীর শরীরের চেয়ে বেশি সুন্দর, নৈসর্গিক, আর বৈচিত্র্যময় কিছুই নেই।’
ভারতের জনপ্রিয় এই নির্মাতা ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ সিনেমার শুটিং করেছেন ইউরোপে। আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবার কথা সিনেমাটির। সূত্র: জিউনিউজ