
দিনাজপুরের পার্বতীপুর-রংপুর সড়কে নির্মাণাধীন ক্যানেল ব্রীজের পাশের যাত্রীবাহী একটি বাস (নম্বর রাজশাহী ব-১৭১৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ৭জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড় ১টার দিকে যাত্রীবাহী বাসটি রংপুর থেকে পার্বতীপুর দিকে আসছিল। এসময় নির্মানাধীন ক্যানেল ব্রীজের কাছে চালক গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এদূর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজানুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।