
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর রাইগ্রামের হিরোইন সম্রাট মৃত আঃ জব্বারের ছেলে এলাকার চিহ্নিত হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী আরিফ (২৮)কে গ্রেফতার করে থানা পুলিশ। এ মাদক কারবারি গ্রেফতারে অত্র এলাকার জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
গতকাল ১১ জানুয়ারী রাতে গোপন খবর ভিক্তিতে গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজিনুর রহমানের দিক নির্দেশনায় পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নির্দেশে থানার এস আই তয়ন কুমার, এস আই নজরুল, এ এস আই জহুরুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাইগ্রাম হতে হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী মোঃ আরিফ (২৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চিহ্নিত হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী আরিফ (২৮) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রামের উত্তরবঙ্গের হিরোইন সম্রাটখ্যাত মৃত আঃ জোব্বার ছেলে। এরা পারিবারিক ও গোষ্ঠীগত ভাবে অত্র এলাকার চিহ্নিত মাদক কারবারি।
থানা সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃত আরিফের নামে একটি মামলায় সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ও তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। এ মামলা গুলোয় আরিফকে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, পুলিশের হাতে গ্রেফতার হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী আরিফ সে অত্র পলাশবাড়ী থানাধীন রায়গ্রাম এর কুখ্যাত হেরোইন ব্যবসায়ী মোঃ রাজু মিয়ার ছোট ভাই। এদের পরিবারের প্রতিটি সদস্য এসব মাদক কারবারে জড়িত এবং পুলিশের হাতে ধরা খেয়ে কিছুদিন হাজতবাস করে জামিনে বেরিয়ে আবারো একই পেশায় জড়িয়ে পড়ে বলে স্থানীয়ভাবে জানা যায়।এ গ্রামটি মাদক মুক্ত করতে স্থানীয় সচেতন গ্রামবাসী দীর্ঘদিন থেকে আইন শৃংখলা বাহিনীকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে।