
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং ৪৯৪ এর আয়োজনে দু দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক আজ ২৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়।
অত্র শ্রমিক সংগঠনে সভাপতি আব্দুস সোবাহান বিচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রস্তাবিত পৌরসভার মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,আলী রেজা মোস্তফা গোলাপ,শহিদুল ইসলাম বাদশা,এনামুল হক সরকার মকবুল, প্রধান শিক্ষক সুশীল চন্দ্র, আজাদুল ইসলাম তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম।
প্রথম দিনে উদ্বোধনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক একটি পয়সা অনুষ্ঠিত হয়। এসময় দর্শক সারিতে সাংবাদিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন।