
শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, শতকরা ৫ ভাগ বাৎসরিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতাসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় শিক্ষক কর্মচারি সংগ্রাম কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরে আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন চলাকালে শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ একরামুল হক খান, নেয়ামুল আহসান পামেল, মাহবুব আলম কোট, কাজী আবু রাহেল শফিউল্লা, রবিউল ইসলাম রোকন প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে উপজেলা চত্বরে অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারি অংশ গ্রহন করেন।